muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

ব্রাজিলে নতুন কোচ, বাদ পড়ার শঙ্কায় নেইমার

ব্রাজিলে নতুন কোচ, বাদ পড়ার শঙ্কায় নেইমার

ফুটবল বিশ্বের এই সময়ের অন্যতম সেরা চার তারকা হলেন আর্জেন্টিনার লিওনেল মেসি, পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও ব্রাজিলের নেইমার।

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার গত অক্টোবরে জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে নেমে বাম হাঁটুর লিগামেন্টে গুরুতর চোক্রান্ত হন। ইনজুরতে ধুকতে থাকা নেইমারকে বাদ দিয়েই ব্রাজিলকে এগিয়ে নিতে চান দলটির নতুন কোচ ডোরিভাল।

সম্প্রতি ফার্নান্দো দিনিজের ছাঁটাইয়ের পর পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ডোরিভাল। ব্রাজিলের কোচ হিসেবে নিয়োগের পর তিনি বলেছেন, ‘বিশ্বের তিনজন সেরা খেলোয়াড়ের মধ্যে নেইমার একজন, এতে কোন সন্দেহ নেই। সে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। এ কারণে জাতীয় দলের কথা উঠলেই তার নামটা চলে আসে।’

তিনি আরও বলেন, ‘নেইমার এখন যেহেতু ইনজুরিতে, কাজেই তাকে ছাড়া আমাদের এগিয়ে যেতে হবে। দলে ফিরতে হলে তাকে পুরোপুরি ফিট হয়ে ফিরতে হবে।’

এর আগে ২০১০ সালে নেইমারকে বেঞ্চে বসিয়ে রাখার কারণে ডোরিভালকে চাকরিচ্যুত করেছিল সান্তোস। সেই স্মৃতি মনে করে ডোরিভাল বলেন, ‘আমার সাথে নেইমারের কোন সমস্যা নেই। সান্তোসে যা হয়েছিল তা প্রত্যাশার বাইরে ছিল। সান্তোস আমাকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছিল। আমি তাদের সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়েছি। কিন্তু এখানে নেইমারের সাথে আমার কোন সমস্যা হয়নি। যতবারই আমরা মিলিত হয়েছি সবসময়ই সেখানে ইতিবাচক পরিস্থিতি ছিল। সব মিলিয়ে ফুটবলে এমন হতেই পারে। এটাই স্বাভাবিক।’

Tags: