ঢাকা সেনানিবাসে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বীর শহীদ সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় তিনি শিখা অনির্বাণে এ শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এ সময় পুষ্পস্তবক অর্পণ করে নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। পরে শিখা অনির্বাণে পরিদর্শন বইতে মন্তব্যসহ স্বাক্ষর করেন তিনি। এরপর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা ও তিন বাহিনীর প্রধানরা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এর আগে, সকালে প্রধানমন্ত্রী শিখা অনির্বাণে পৌঁছালে তাকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ। সেখানে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান করেন। শ্রদ্ধা নিবেদনের সময় সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।