muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

বাজিতপুরে মাদকের ছড়াছড়ি, এক মাসে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জে বাজিতপুর পৌরসভাসহ ১১টি ইউনিয়নের অন্তত ৩০-৪০টি পয়েন্টে ইয়াবা, ফেনসিডিল ও চোলাই মদ বিক্রি হচ্ছে অবাধে। পুলিশ গত এক মাসে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

গ্রেফতার কৃতরা হলেন, দড়িঘাগুটিয়া গ্রামের মজনু মিয়া ছেলে মাদক ব্যবসায়ী মোঃ সেলিম মিয়া (২৭) কে গতকাল রবিবার ভোর রাতে তার বাড়ি থেকে ১০০পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে। পৌরশহরের দড়িঘাগুটিয়া গ্রামের মৃত কাছম আলীর ছেলে মোঃ হামিদ মিয়া (৫২) কে ২৫টি ইয়াবাসহ গতশুক্রবার পুলিশ গ্রোফতার করেছেন। মাইজচর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের কানু মিয়ার স্ত্রী মিনারা খাতুন (৪৫) কে ৫০০ গ্রাম গাজাসহ গ্রেফতার করেছে।

জানা যায়, পৌরশহরের সিনেমাহল মোড়, সিনেমাহলের পিছনের কাজী নজরুল ইসলাম রোড, ভাগলপুর মোড়, রাবারকান্দি, মোরগমহল মন্দির সংলগ্ন মেথর পট্টি, সরারচরের রেলক্রসিং, উত্তর সরারচর, কালিবাড়ি মোড়, খালেকের ভান্ডা, হালিমপুরের দড়িচপাইখা, ইন্দুদাইর-মন্ডলভোগ সিমান্ত এলাকা, হিলচিয়ার বাজার বটতলাসহ ২-৩টি পয়েন্টে, কৈলাগের পূর্ব কৈলাগ, দিঘীরপাড়ের শিয়ালদি পাড়, পাটুলি বাজার, বলিয়াদির ২-৩ টি পয়েন্টে, দিলালপুরের দিলালপুর বাজার, মাইজচরের ২-৩ পয়েন্ট, হুমাইপুরের নামা গোসাইপুর, টান গোসাইপুরে ইয়াবা, ফেনসিডিল ও চোলাই মদ অবাধে বিক্রি হচ্ছে। পুলিশ দেখে ও না দেখার ভান করে আসছে। এই সব মাদক পান করে যুব সমাজ ধবংস হচ্ছে বলে অভিজ্ঞ মহল মনে করছেন।

বাজিতপুর থানার ইনচার্জ মকবুল হুসেন মোল্লা মুক্তিযোদ্ধার কন্ঠকে জানান, মাদক নির্মূলের জন্য চেষ্টা চালাচ্ছেন বলে সত্যতা স্বীকার করেন।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৪-০৬-২০১৬ইং/ মো হাছিবুর রহমান

Tags: