রেললাইনের স্লিপারের পিন খুলে নেয়ার সময় শাকিল মিয়া (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটে জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকায়।
শুক্রবার দুপুরে নান্দিনা রেলওয়ে স্টেশনের অপারেশন সুরক্ষিত যাতায়াত এলাকা থেকে তাকে আটক করে রেলের পাহারায় নিয়োজিত আনসার সদস্যরা। আটক শাকিল মিয়া সদর উপজেলার রানাগাছা ইউনিয়নে বাঁদেচান্দি এলাকার মুনতাজ আলীর ছেলে।
জামালপুর জেলা আনসার কমান্ড্যান্ট মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মিজানুর রহমান বলেন, ঢাকা-জামালপুর রেলপথে দুপুর সাড়ে ১২টার দিকে নান্দিনা রেলওয়ে স্টেশনের অপারেশন সুরক্ষিত যাতায়াত এলাকা থেকে রেললাইনের পিন খুলে ফেলা অবস্থায় শাকিল মিয়াকে আটক করে রেলের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরা। তাকে নান্দিনা রেলওয়ে স্টেশনে আটকে রাখা হয়েছে।
জিআরপি থানা পুলিশে খবর দেয়া হয়েছে জানিয়ে মিজানুর রহমান আরও বলেন, আটক শাকিলকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।