muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের কবজি বিচ্ছিন্ন, যুবক গ্রেফতার

স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের কবজি বিচ্ছিন্ন, যুবক গ্রেফতার

নির্বাচন পরবর্তী সহিংসতায় মুন্সিগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকর হাতের কবজি বিচ্ছিন্নের ঘটনায় প্রধান আসামি জয়নালকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গেমাডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-১০।

গ্রেফতার জয়নাল সিরাজদীখান উপজেলার খালপাড় এলাকা মৃত আব্দুল হাদীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

র‍্যাব জানায়, ৭ জানুয়ারি স্ত্রীর ওষুধ নিয়ে বাড়ি ফিরছিলেন স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নয়ন। ভোট শেষে রাত সোয়া ৮টার দিকে সিরাজদীখান থানাধীন চিত্রকোট এলাকায় পৌঁছালে জয়নালসহ অন্যান্য আসামিরা রামদা দিয়ে নয়নকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। একই সঙ্গে বাম হাতের কবজি কুপিয়ে বিচ্ছিন্ন করে ফেলেন। পরবর্তীতে হাতের কাটা অংশ নিয়ে উক্ত স্থান থেকে চলে যান আসামিরা। ঘটনার পর নয়নের মা পারভীন আক্তার বাদী হয়ে সিরাজদীখান থানায় মামলা করেন।

এরপর ১৬ জানুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে গেমাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে জয়নালকে গ্রেফতার করে র‌্যাব। তাকে সিরাজদীখান থানায় হস্তান্তর করা হয়েছে।

নয়ন নির্বাচনে মুন্সিগঞ্জ-১ আসনে পরাজিত স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার কবিরের সমর্থক ছিলেন।

Tags: