muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু হলো ১৩ জনের। এছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ জন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার বাসিন্দা ৬ জন ও ঢাকার বাইরের ১২ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৮২১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ২৯৮ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৫২৩ জন।

বর্তমানে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ৫৯ এবং ঢাকার বাইরের ৮৮ জন।

দেশের ইতিহাসে ২০২৩ সালে সবচেয়ে বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ও মৃত্যুবরণ করেছেন। বছরের বিভিন্ন সময়ে ডেঙ্গু আক্রান্ত হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন। এর মধ্যে এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

Tags: