muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

সাকিবদের হারিয়ে শুরু করল তামিমের বরিশাল

সাকিবদের হারিয়ে শুরু করল তামিমের বরিশাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে লম্বা সময় পর আবারও বাইশ গজে ফিরলেন তামিম ইকবাল। অধিনায়কের ফেরার মঞ্চটা জয় দিয়ে রাঙালো ফরচুন বরিশাল। ৫ বল হাতে রেখে রংপুর রাইডার্সকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়েছে তামিমের দল।

শনিবার (২০ জানুয়ারি) টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে রংপুর। জবাবে ব্যাট করতে নেমে ১৯ ওভার ১ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল। ফলে জয় দিয়ে আসর শুরু করল তামিমের দল।

১৩৫ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই সাজঘরে ফেরেন ইব্রাহিম জাদরান। এই আফগান ওপেনার কোনোভাবেই যেন উইকেটের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারছিলেন না। ১৬ বলে ১২ রান করে সাকিবের বলে মেহেদির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন ইব্রাহিম।

তবে এদিন দুর্দান্ত ছিলেন আরেক ওপেনার তামিম ইকবাল। প্রায় চার মাস পর বাইশ গজে ফিরে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন এই বরিশালের অধিনায়ক। তবে উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। তার ব্যাট থেকে এসেছে ২৪ বলে ৩৫ রান।

চারে নেমে সুবিধা করতে পারেননি সৌম্য সরকার। তিনি ১ রানে ফিরলেও দুর্দান্ত ছিলেন মিডল অর্ডার ব্যাটাররা। আর শেষ দিকে ১১ বলে ১৯ রানের ইনিংসে জয়ের সমীকরণ মিলিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। রংপুরের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন সাকিব ও হাসান মুরাদ।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুঁকেছে রংপুর। ৩১ রান তুলতেই সাজঘরে ফেরেন টপ অর্ডারের চার ব্যাটার। এরপর শামিম হোসেনের ৩৪ ও মাহেদি হাসানের ২৯ রানের সুবিধা লড়াই করার পুঁজি পায় সাকিবের দল। বরিশালের হয়ে ৩১ রানে ৪ উইকেট শিকার করে ম্যাচ সেরা হয়েছেন খালেদ আহমেদ।

Tags: