muktijoddhar kantho logo l o a d i n g

আন্তর্জাতিক

আফগানিস্তানে ভারতের যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা

আফগানিস্তানে ভারতের যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা

আফগানিস্তানের মাটিতে ভেঙ্গে পড়ল মস্কোগামী একটি ভারতীয় যাত্রীবাহী বিমান। রোববার (২১ জানুয়ারি) সকালে বাদাখশানের ওয়াখান অঞ্চলে বিধ্বস্ত হয়ে ভেঙে পড়ে বিমানটি। বাদাখশান প্রদেশের তালেবানের তথ্য ও সংস্কৃতির দফতরের প্রধান জাবিউল্লাহ আমিরি দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তালেবানের তরফ থেকে দাবি করা হয়, বিমানটি ভারতীয় ছিল। তবে ভারতের কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক থেকে বলা হয়েছে, দুর্ঘটনার কবলে পড়া বিমানটি মরোক্কোয় রেজিস্টার্ড বিমান হতে পারে। তবে বিমানটি সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে যে যাত্রীবাহী বিমানটি তোপখানেহ পর্বতে বিধ্বস্ত হয়ে পড়ে। করণ, মানজান এবং জিবাক জেলা জুড়ে এই পর্বত বিস্তৃত রয়েছে। তালেবানের তথ্য ও সংস্কৃতির দফতরের প্রধান জাবিউল্লাহ আমিরি দুর্ঘটনা প্রসঙ্গে বলেন, বিমান ভেঙে পড়ার ঘটনার তদন্ত করতে সেই এলাকায় একটি দলকে পাঠানো হয়েছে। তবে এখনও পর্যন্ত সরকারি সূত্র থেকে কোনও হতাহত বা দুর্ঘটনার কারণ সম্পর্কে কোনও তথ্য দেওয়া হয়নি।

এদিকে ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, ভারতীয় এবং আন্তর্জাতিক বিমান সংস্থার সকল মস্কোগামী বিমান বিগত দিনে নিরাপদে গন্তব্যে পৌঁছেছে। এই পরিস্থিতিতে মনে করা হচ্ছে, দুর্ঘটনার কবলে পড়া বিমানটি হয়ত চার্টার্ড উড়ান ছিল। এমনিতেই বিগত কয়েকদিন ধরেই উত্তর ভারত জুড়ে কুয়াশা এবং খারাপ আবহাওয়ার কারণে বিমানের টেকঅফ এবং অবতরণে সমস্যা দেখা দিয়েছে। তবে আফগানিস্তানের আবহাওয়া দুর্যোগপূর্ণ ছিল, নাকি বিমানে কোনও যান্ত্রিক ত্রুটি থাকার জেরে এই দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। উক্ত বিমানে যাত্রী থাকার বিষয়টি নিশ্চিত করা গেলেও তাতে কে ছিলেন, তা এখনও জানা যায়নি।

Tags: