muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

চট্টগ্রামে ট্রাকচাপায় ৩ আরোহী নিহত

চট্টগ্রামে ট্রাকচাপায় ৩ আরোহী নিহত

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাকচাপায় ৩ জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পদুয়া নয়ারহাট এলাকার জালাল আহমেদের ছেলে আবছার (৪০), চুনতি এলাকার আবদুল বারেকের ছেলে মো. জোবায়ের (২৫) ও চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানা এলাকার মো. বাবুলের ছেলে জাহেদ (২৭)।

লোহাগাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, পদুয়া নয়াহাট এলাকায় বিপরীতমুখী ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। মোটরসাইকেলটিতে থাকা তিন আরোহী ঘটনাস্থলে মারা যান। আমরা মরদেহ উদ্ধার করে থানায় হস্তান্তর করেছি।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ এরফান বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়েছে। এদিকে ট্রাকটি জব্দ করা হয়েছে।

Tags: