ময়মনসিংহের তারাকান্দায় আলুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে চিনিবোঝাই পিকআপের চালকসহ তিনজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে ময়মনসিংহ-ফুলপুর আঞ্চলিক সড়কের তারাকান্দা থানাধীন তালদিঘী সাকিন এলাকার স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে এ দুর্ঘটনা ঘটে।
তিন জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, সকালে তারাকান্দার তালদিঘী নামক স্থানে ময়মনসিংহ থেকে শেরপুরগামী মালবোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে পিকআপচালক কামরুল ইসলাম (২৬) মারা যান।
তিনি আরও জানান, এ সময় পিকআপের অজ্ঞাতনামা দুই হেলপার আহত হন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পর চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে মারা যান।
পিকআপ ভ্যানের নিহত হেলপার দুজনের নাম পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।