muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

মাশরাফীসহ পাঁচ এমপিকে হুইপ নিয়োগ

মাশরাফীসহ পাঁচ এমপিকে হুইপ নিয়োগ

মাশরাফী বিন মোর্ত্তজাসহ পাঁচ সংসদ সদস্যকে জাতীয় সংসদের হুইপ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি আজ দ্বাদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে মাদারীপুর-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরীকে নিযুক্ত করেছেন।

এ বিষয়ে সংসদ সচিবালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও পাঁচ জনকে হুইপ হিসেবে নিয়োগ দেয়ার তথ্য জানানো হয়।

তারা হলেন, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী ছাড়া অন্য হুইপরা হলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম, জয়পুরহাট-২ আসনের আবু সাঈদ আল মাহমুদ (স্বপন), নারায়ণগঞ্জ-২ আসনের মো. নজরুল ইসলাম (বাবু) ও কক্সবাজার-৩ আসনের সাইমুম সরওয়ার (কমল)।

এদের মধ্যে ইকবালুর রহিম ও আবু সাঈদ আল মাহমুদ একাদশ সংসদেও হুইপের দায়িত্ব পালন করেছেন।

Tags: