কিশোরগঞ্জে দেশীয় অস্ত্রসহ ছাত্রদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার তাকবির উদ্দিন রকিব কিশোরগঞ্জ পৌর শহরের হারুয়া এলাকার বাসিন্দা। তিনি গুরুদয়াল সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ও তার সহযোগী তাজবীর রায়হান বিপ্লব ক্লাসিক গল্লির বাসিন্দা।
র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক আশরাফুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে নান্দানিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রকিব একাধিক অস্ত্র, নাশকতা ও সন্ত্রাসবিরোধী মামলার আসামি। পরে কিশোরগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হারুয়া ক্লাসিক গল্লি এলাকায় তাজবীরের বাড়ি থেকে আটটি রামদা, একটি চাপাতি, দুটি চাইনিজ কুড়াল ও একটি লোহার চেইন উদ্ধার করা হয়।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে, এলাকায় আধিপত্য বিস্তার ও অপরাধ সংগঠিত করার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দীর্ঘদিন ধরে তাদের হেফাজতে রেখে আসছিল।’