muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

নেত্রকোণায় প্রাইভেটকারের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, পুলিশসহ নিহত ২

নেত্রকোণায় প্রাইভেটকারের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, পুলিশসহ নিহত ২

নেত্রকোণায় প্রাইভেটকারের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন পাঁচজন।

নেত্রকোণা মডেল থানার এসআই মশিউল জানান, শুক্রবার বিকেলে ময়মনসিংহ-নেত্রকোণা আঞ্চলিক মহাসড়কের চল্লিশা ঝাউসী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন জেলার বারহাট্টা উপজেলার ফকিরের বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের কনস্টেবল আব্দুল হাকিম। তার বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলায়। তাৎক্ষণিকভাবে অপর নিহত ও আহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। তারা সবাই অটোরিকশার যাত্রী।

এসআই মশিউল জানান, নেত্রকোণাগামী প্রাইভেটকারের সঙ্গে ময়মনসিংহগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে পাঠান। আহতদের তিনজনকে সংকটাপন্ন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

Tags: