জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ'র কয়েক জন কর্মীর বিরুদ্ধে ইসরায়েল ৭ অক্টোবর হামলায় সম্পৃক্তার অভিযোগ তোলার পর ফিলিস্তিনিদের জন্য অনুদান বন্ধের ঘোষণা দিয়েছে ছয় পশ্চিমা দেশ।
শনিবার (২৭ জানুয়ারি) ছয় দেশের মধ্যে সর্বশেষ যুক্তরাজ্য ও ফিনল্যান্ড অনুদান বন্ধের ঘোষণা দেয়। এর আগে শুক্রবার (২৬ জানুয়ারি) ইতালি, অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাষ্ট্র অনুদান বন্ধের ঘোষণা দিয়েছিল।
এ দিন বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করে, ৭ অক্টোবর ইসরায়েলে হামলার সঙ্গে ইউএনআরডব্লিউএর অন্তত ১২ জন কর্মীর বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে।
বিবৃতিতে বলা হয়, অভিযোগের যথাযথ তদন্ত না হলে ইউএনআরডব্লিউএ-এর তহবিলে যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তা বরাদ্দ বন্ধ থাকবে।
শনিবার ইউএনআরডব্লিউএর কমিশনার জেনারেলফিলিপ লাজারিনি সাংবাদিকদের কাছে এই অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, সংস্থাটি অভিযুক্ত কর্মীদের চাকরিচ্যুত করেছে এবং এ বিষয়ে তদন্ত শুরু করেছে।
প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) সেক্রেটারি-জেনারেল হুসেইন আল-শেখ পশ্চিমাদের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বিবৃতিতে তিনি বলেছেন, এই সময়ে এবং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ক্রমাগত আগ্রাসনের আলোকে, আন্তর্জাতিক সংস্থার সর্বাধিক সমর্থন প্রয়োজন। একে সমর্থন ও সহায়তা বন্ধ করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।