muktijoddhar kantho logo l o a d i n g

আবহাওয়া ও জলবায়ু

তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস

তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা কমতে কমতে দাঁড়িয়েছে পাঁচ ডিগ্রি সেলসিয়াসে। রোববার সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তর এ তাপমাত্রা রেকর্ড করে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, আজ সকাল ৯টায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে ৫ ডিগ্রি সেলসিয়াস। তবে তাপমাত্রা আর কমার সম্ভাবনা নেই। আগামীকাল থেকে তাপমাত্রা বাড়তে পারে।

সেই সঙ্গে আগামী ফেব্রুয়ারির ১ ও ২ তারিখ বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রংপুর আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টায় রংপুরে তাপমাত্রা ছিল সাত দশমিক পাঁচ, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পাঁচ, নীলফামারীর সৈয়দপুরে ছয় ও ডিমলায় সাত দশমিক দুই, কুড়িগ্রামের রাজারহাটে সাত দশমিক তিন, দিনাজপুরে পাঁচ দশমিক তিন, গাইবান্ধায় সাত দশমিক পাঁচ, লালমনিরহাট সাত দশমিক চার, ঠাকুরগাঁওয়ে পাঁচ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস।

Tags: