muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

নিজস্ব মুদ্রায় বাংলাদেশকে সহায়তা করতে চায় চীন

নিজস্ব মুদ্রায় বাংলাদেশকে সহায়তা করতে চায় চীন

নিজেদের মুদ্রায় বাংলাদেশকে সহায়তার বিষয়ে চীন আগ্রহী বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার শেরেবাংলা নগরে পরিকল্পনামন্ত্রী আব্দুস সালামের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন চীনা রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের মনিটারি পলিসির কারণে ডলারের মূল্য উঠানামা করছে। বিশ্বের অনেক দেশের মধ্যে চীনেও এটার প্রভাব দেখা যাচ্ছে। তাই এমন পরিস্থিতি উত্তরণে বাংলাদেশ এবং চীনের নিজেদের মুদ্রায় লেনদেন বৃদ্ধির বিষয় আলোচনা করেছি। আশা করছি এ বিষয়ে একসঙ্গে কাজ করতে পারবো আমরা।

এ সময় বাংলাদেশের পঞ্চবার্ষিকী পরিকল্পনা সহযোগিতার আশ্বাস দিয়ে রাষ্ট্রদূত বলেন, আমরা ১৪টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা করেছি নিজেদের জন্য। আর বাংলাদেশে এখন পর্যন্ত আটটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা করেছে। তাই আমরা আমাদের অভিজ্ঞতা থেকে সামনে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়নে বাংলাদেশকে সহযোগিতা করতে চাই।

Tags: