muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

নেইমারকে নিজের মেয়ের বাবা দাবি করলেন হাঙ্গেরিয়ান মডেল

নেইমারকে নিজের মেয়ের বাবা দাবি করলেন হাঙ্গেরিয়ান মডেল

সর্বশেষ গত অক্টোবরে মাঠে নেমেছিলেন নেইমার জুনিয়র। এর পর থেকে চোটের কারণে ফুটবলের বাইরে আছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তবে নামটা নেমার বলেই কিনা মাঠের বাইরে থেকেও বেশ কয়েকবার এসেছেন সংবাদ মাধ্যমের শিরোনামে। এসবের বেশিরভাগই খবরেই নেতিবাচক ছিলেন নেইমার।

এবার আরও একবার এমন এক নেতিবাচক খবরের শিরোনামে এই ব্রাজিলিয়ান তারকা। তাকে নিয়ে রীতিমতো বোমা ফাটিয়েছেন গ্যাব্রিয়েলা গাসপার। হাঙ্গেরির সাবেক এই মডেল নেইমারকে তার মেয়ের বাবা দাবি করে সাও পাওলোর পারিবারিক আদালতের শরণাপন্ন হয়েছেন গ্যাব্রিয়েলা।

একাধিক ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে হাঙ্গেরিয়ান সেই নারীর পক্ষ থেকে তার আইনজীবী অ্যাঞ্জেলো কার্বন জানিয়েছেন, তারা পিতৃত্ব প্রমাণের জন্য ডিএনএ পরীক্ষার আবেদন করেছেন। পাশাপাশি ক্ষতিপূরণ হিসেবে ২ মিলিয়ন ব্রাজিলিয়ান রিয়ালও দাবি করেছেন। বিচারক যদি হাঙ্গেরিয়ান এ নারীর আবেদন গ্রহণ করেন, তাহলে নেইমারকে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা দিতে হবে। আর রায় নেইমারের বিপক্ষে গেলে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি পরবর্তী দায়িত্বও নিতে হবে।

নেইমারের সঙ্গে পরিচয় নিয়ে গ্যাব্রিয়েলা বলেছেন, ‘ব্রাজিল-বলিভিয়া ম্যাচের পর (২০১৩ সালে কনফেডারেশন কাপের আগে বলিভিয়াতে প্রীতি ম্যাচ খেলেছিল ব্রাজিল।) দুর্ভাগ্যজনকভাবে খুবই অল্প সময়ের জন্য দেখা হয়েছিল। কারণ, এক দিন পর আমাকে হাঙ্গেরি ফিরতে হয়েছিল।’

এরদিন পর বিষয়টি সামনে আনার ব্যাপারে সাবেক এই মডেল বলেছেন, ‘আমি একাধিকবার নেইমার এবং তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। কয়েক বছর চলে গেছে এবং আমি ভেবেছি সাংবাদিকদের সহায়তা নিয়ে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হব। আমার মেয়ে সম্পর্কে তাদের জানার অধিকার আছে। তাদের এটা জানার অধিকার আছে যে জ্যাজমিন তাদেরই একজন। আর মেয়েরও তার বাবা এবং তার পিতৃ-পরিবার সম্পর্কে জানার অধিকার আছে।’

সেই মডেলের কন্যা জ্যাজমিন যে দেখতে নেইমারের মতো, সেটাও জানিয়েছেন তিনি, ‘আমার মনে হয়, সে দেখতে অনেকটা তার বাবার মতো। তার ব্যক্তিত্ব ও আচরণ শতভাগ তার বাবার মতো। সে ফুটবলও অনেক ভালোবাসে এবং তার বাবার মতো একজন খেলোয়াড় হতে চায়। ব্রাজিল একটি সুন্দর দেশ। আমি ব্রাজিলকে ভালোবাসি এবং আমার মেয়েও তার দেশকে অনেক ভালোবাসে।’

Tags: