ক্রিড়া ডেস্কঃ ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেট তারকা নাসের হুসেন নতুন একটি বিশ্ব রেকর্ড গড়েছেন। সেটা অবশ্য ক্যাচ নেওয়ার ক্ষেত্রে। মঙ্গলবার বিখ্যাত লর্ডস মাঠে ১৫০ ফুট উঁচু থেকে ক্যাচ নিয়ে গিনেস রেকর্ড অব ওয়ার্ল্ড রেকর্ড গড়েন তিনি।
একটি ড্রোনে করে ১৫০ ফুট উঁচুতে বল নেওয়া হয়। সেখান থেকে ছেড়ে দেওয়া হয় বলটিকে। যেটি ঘন্টায় ৭৪ কিলোমিটার গতিতে নিচে পড়তে থাকে। সেই বল লুফে নেন নাসির হুসেন। ক্যাচটি ধরে রেকর্ড গড়েন এবং গিনেস বুক কর্তৃপক্ষ তাকে নতুন গিনেস রেকর্ডের সনদপত্র দেয়।
নাসের হুসেন ১৯৯৯ সাল ও ২০০৩ সালে ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছিলেন। মঙ্গলবার তিনি অবশ্য ড্রোন থেকে ছোড়া বলটি প্রথম প্রচেষ্টাই ধরে ফেলেন।
রেকর্ড গড়ার পর নাসের হুসেন বলেন, ‘হোম অব ক্রিকেটে ড্রোন থেকে ছোড়া বল ধরে ফেলাটা সত্যিই মজার একটি অভিজ্ঞতা। আসলে এমন কিছু করব সেটা কখনো আগে ভাবিনি। তবে এখন আমি আমার হাতকে বিশ্রাম দিতে চাই। আসন্ন টেস্টের ধারাভাষ্যে ফিরতে চাই।’
নাসের হুসেন ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হিসেবে কাজ করছেন।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ০৬- ০৭-২০১৬ ইং/মো: হাছিবুর রহমান