muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

জয়নাল আবেদীনকে পুনরায় রাষ্ট্রপতির প্রেস সচিব নিয়োগ

জয়নাল আবেদীনকে পুনরায় রাষ্ট্রপতির প্রেস সচিব নিয়োগ

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীনকে একই পদে পুনরায় এক বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে তার চুক্তিভিত্তিক নিয়োগের আদেশ জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োজিত জয়নালকে বর্তমান চুক্তির ধারাবাহিকতায় ও অনুরূপ শর্তে আগামী ১১ ফেব্রুয়ারি অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে নিয়োগ দেয়া হলো। এ নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

Tags: