নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৬ টা ৩৫ মিনিটে তার বহন করা গাড়িতে হাসপাতালে পৌঁছায়। এর আগে বিকেল ৫টা ১৫ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালে উদ্দেশে রওনা হন
চেয়ারপার্সনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুউদ্দিন দিদার বলেন, মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শারিরীক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হয়েছে।
একই হাসপাতালে ৫ মাস ২ দিন চিকিৎসার গত ১১ জানুয়ারি বাসায় আসেন খালেদা জিয়া।
Tags: