ক্রিড়া ডেস্কঃ প্রথম দল হিসেবে বুধবার রাতে ওয়েলসকে হারিয়ে ইউরোর ফাইনালে উঠেছে পর্তুগাল। ১০ জুলাইয়ের ফাইনালে পর্তুগালের প্রতিপক্ষ হবে কে সেটা জানতে অপেক্ষা করতে হবে গভীর রাত পর্যন্ত।
ইউরোর দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হবে ফ্রান্স ও বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। বাংলাদেশ সময় রাত টায় শুরু হবে ম্যাচটি। যা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন, সনি সিক্স ও সনি ইএসপিএন।
কোয়ার্টার ফাইনালে ফ্রান্স ইউরোর চলতি আসরে রূপকথা হয়ে ওঠা আইসল্যান্ডকে ৫-২ গোলে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে আসে। আর জার্মানি প্রতিপক্ষ ইতালির বিপক্ষে টাইব্রেকার নামক ভাগ্য পরীক্ষায় জয় পায়।
তবে শক্তিমত্তার দিক দিয়ে জার্মানি বেশ এগিয়ে। কারণ, বর্তমান দলটি বেশ পরিপক্ক একটি দল। অন্যদিকে ইউরোর চলতি আসরে দারুণ খেলছে ফ্রান্স। তার উপর ঘরের মাঠে তাদের খেলা। তাই দ্বিতীয় সেমিফাইনালে জার্মানির বিপক্ষে কিছুটা হলেও সুবিধা পাবে স্বাগতিকরা।
তবে ১৯৯৬ বিশ্বকাপ ফাইনালের পর ৯ বারের মুখোমুখি লড়াইয়ে ৯ বারই ফ্রান্সকে হারিয়েছে জামানি। বিশ্বকাপের নকআউট পর্বেও তিনবারের মুখোমুখি লড়াইয়ে ফ্রান্সের কাছে হারেনি জার্মানি।
তবে ফ্রান্স সেমিফাইনালে উঠে কিছুটা হলেও তাদের সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পেরেছে। তাই কিছুটা হলেও কম চাপ নিয়ে আজ মাঠে নামতে পারবে তারা। এখন দেখার বিষয় ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে ফাইনালের টিকিট পেতে পারে কিনা ফ্রান্স।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ০৭- ০৭-২০১৬ ইং/মো: হাছিবুর রহমান