muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ময়মনসিংহের ভালুকায় বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কারখানার শ্রমিকরা।

সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া এলাকায় অবস্থিত রিদিশা স্পিনিং মিলের শ্রমিকরা এই বিক্ষোভ কর্মসূচি পালন করে।

বিক্ষোভে শ্রমিকরা ৪ ঘন্টা যাবত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, ওই কারখানার শ্রমিকরা তাদের বেতন বৃদ্ধির দাবিতে ভোর থেকেই মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। পরে পুলিশ এবং প্রশাসনের সহযোগিতা ও আশ্বাসে মহাসড়ক থেকে শ্রমিকরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

Tags: