muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

পাকিস্তানের বিপক্ষে লর্ডস টেস্টে ইংল্যান্ড দলে ‘চমক’

ক্রিড়া ডেস্কঃ পাকিস্তানের বিপক্ষে চার ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য ১২ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। স্কোয়াডের নতুন মুখ মিডলসেক্সের পেসার টবি রোল্যান্ড-জোনস। দলে ডাক পেয়েছেন গ্যারি ব্যালেন্স। বাদ পড়েছেন নিক কম্পটন। ইনজুরির কারণে বিশ্রামে থাকবেন বেন স্ট্রোকস ও জেমস এন্ডারসন। উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলারকেও ১২ সদস্যের দলের বাইরে রাখা হয়েছে।

 

ইংল্যান্ড দল : অ্যালেস্টার কুক (অধিনায়ক), অ্যালেক্স হেলস, জো রুট, জেমস ভিঞ্চ, গ্যারি ব্যালেন্স, জনি ব্রেয়াটসো, মঈন আলী, ক্রিস ওয়াকস, স্টুয়ার্ট ব্রড, স্টিভেন ফিন, জেক বল, টবি রোল্যান্ড-জোনস।

 

২৮ বছর বয়সি পেসার টবি রোল্যান্ড-জোনস মিডলসেক্সের হয়ে গত কয়েক মৌসুম দারুণ পারফর্ম করে আসছিলেন। গতকাল ইয়র্কশায়ারকে হারাতেও গূরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ব্যাট হাতে ৭৯ রানে অপরাজিত থাকার পর পর বল হাতে দুই ইনিংসে ৬ উইকেট নেন। এন্ডারসনের ইনজুরি অবশ্য রোল্যান্ড-জোনসকে দলে জায়গা পেতে সুযোগ করে দিয়েছে।

 

এদিকে জো রুটকে তিন নম্বরে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচকরা। এ বিষয়ে কুক বলেন,‘ এ বিষয়ে আমরা গত সপ্তাহে বৈঠকে বসেছিলাম। এটা আমাদের সবার সিদ্ধান্ত। সে আমাদের দলের খেলোয়াড়। সে চারে ব্যাটিং করত। আমরা তাকে তিনে খেলানোর সিদ্ধান্ত নিয়েছি। যেভাবে সে চারে খেলেছে আমাদের বিশ্বাস সে একই গতিতে তিনে ব্যাটিং করবে।’

 

এদিকে সীমিত পরিসরের জেসন রয় শ্রীলঙ্কার বিপক্ষে অসাধারণ পারফরম্যান্স করেছেন। তাকে কেন পাকিস্তানের বিপক্ষে নেওয়া হয়নি? এমন প্রশ্নের উত্তরে কুক বলেন,‘জেসন রয় অবশ্যই আমাদের ভালো অপশন। কিন্তু জেসন দীর্ঘদিন ধরে লাল-বলে খেলছে না। আমাদের খেলার ধরণটা তাকে বুঝতে হবে।’

 

আগামী ১৪ এপ্রিল লর্ডসে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে ইংল্যান্ড।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/    ০৭- ০৭-২০১৬ ইং/মো: হাছিবুর রহমান

 

Tags: