muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

খুলনায় সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

খুলনায় সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। এছাড়া এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত এবং আহতরা সবাই ইজিবাইকের যাত্রী।

শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার খর্ণিয়া ইউনিয়নের আঙ্গারদোহা গ্রামে ট্রাক ও ব্যাটারিচালিত ইজিবাইকের এই সংঘর্ষ হয়।

নিহতরা হলেন-খর্ণিয়া ইউনিয়নের আংগারদোহা গ্রামের সাব্বির মোড়ল (২৩), শোভনা ইউনিয়নের জিয়েলতলা গ্রামের ইজিবাইক চালক বিশ্বজিৎ বিশ্বাস (৪০), গুটুদিয়া ইউনিয়নের বিল পাবলা গ্রামের নিপা ঢালী (২৮) এবং অজ্ঞাত নারী (২৬)। তারা সবাই খুলনা জেলার বাসিন্দা।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ডুমুরিয়া থানার ওসি সুকান্ত সাহা জানান, খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঙ্গারদোহা এলাকায় সাতক্ষীরা অভিমুখী ট্রাকের সঙ্গে খুলনা অভিমুখী ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন এবং হাসপাতালে নেয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়। দুর্ঘটনা কবলিত ট্রাক ও ইজিবাইক জব্দ করা হয়েছে। তবে চালক ও চালকের সহকারী পালিয়ে গেছে।

Tags: