muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

তিনি দিনের সফরে সাজেক পৌঁছেছেন রাষ্ট্রপতি

তিনি দিনের সফরে সাজেক পৌঁছেছেন রাষ্ট্রপতি

তিন দিনের অবকাশ যাপনের উদ্দেশ্যে মেঘের রাজ্য সাজেক পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শনিবার দুপুরে হেলিকপ্টার যোগে সাজেক পৌঁছান তিনি।

বাঘাইছড়ি উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, তিন দিনের সফরে রাষ্ট্রপতি সাজেক পৌঁছেছেন। এই নিয়ে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। রাষ্ট্রপতি সফরকালীন সময়ে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত নৃ-তাত্ত্বিক জাতিগোষ্ঠীগুলো দ্বারা পরিবেশিত নানা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সাজেকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন। এছাড়াও তিনি সফরকালীন সময়ে সাজেকের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলো পরিদর্শন করবেন।

সাজেকের স্থানীয় সূত্রে জানা যায়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাজেকের কংলাক পাহাড় সড়কে অবস্থিত খাস্র‌াং হেলি রিসোর্টে অবস্থান করবেন এবং আগামী ১২ ফেব্রুয়ারি দুপুরে সাজেক ত্যাগ করবেন। রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সাজেকে অবস্থান করছেন। রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সাজেকের ১১৬টি রিসোর্টের মধ্যে প্রায় ৮০টি রিসোর্ট বিভিন্ন কর্মকর্তার জন্য বরাদ্দ করা হয়েছে। বাকি ৩৬টি রিসোর্টে পর্যটকরা অবস্থান করতে পারবেন।

সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন বলেন, মহামান্য রাষ্ট্রপতি দুপুরে এসে পৌঁছেছেন। তিনি বর্তমানে খাস্রাং হিল রিসোর্টে অবস্থান করছেন। রাষ্ট্রপতির নিরাপত্তার কাজে নিয়োজিত ব্যক্তিবর্গ যেমন পুলিশ, ফায়ার সার্ভিস, মেডিকেল টিমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের জন্য প্রায় ৮০ থেকে ৮৫টি রিসোর্ট বরাদ্দ করা হয়েছে। সাধারণ পর্যটকদেরও ভালো উপস্থিতি রয়েছে।

Tags: