বৃহস্পতিবার শোলাকিয়ায় হামলার পর এক টুইটে প্রণব মুখোপাধ্যায় বলেন, “এই সন্ত্রাসবিরোধী যুদ্ধে ভারত সরকার শক্তভাবে আমাদের বাংলাদেশের ভাই-বোনদের পাশে থাকবে।”
সকালে ঈদ জামাতের আগে কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের বৃহত্তম ওই ঈদ জামায়াতের মাঠের কাছে সন্ত্রাসী হামলায় নিহত হন দুই পুলিশসহ অন্তত তিনজন। পুলিশের সঙ্গে গোলাগুলিতে সন্দেহভাজন এক হামলাকারীও নিহত হন।
এর আগে গত শুক্রবার গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় ১৭ বিদেশিসহ অন্তত ২২ জন নিহত হন।
প্রণব মুখোপাধ্যায় বৃহস্পতিবারই আরেক টুইটে ‘এসব শক্তিকে’ পরাজিত করার লক্ষ্যে বাংলাদেশ সরকারকে ভারত সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবে বলে জানান।আরেক টুইটে বাংলাদেশের জনগণ ও সরকার উগ্রপন্থা ও সহিংসতার অপশক্তির বিরুদ্ধে ‘সাহসী সংগ্রামে’ লিপ্ত আছে বলে মন্তব্য করেন তিনি।
শোলাকিয়ার হামলার খবরে উদ্বেগ প্রকাশ করে কাছাকাছি সময়ে করা আরেক টুইটে ভারতের রাষ্ট্রপতি বলেন, “আমি এই হামলায় জড়িতদের নিন্দা জানাচ্ছি সবচেয়ে কঠোর ভাষায়।”