muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

কেন্দ্রীয় চুক্তিতে মাহমুদউল্লাহ, বাদ পড়লেন তামিম

কেন্দ্রীয় চুক্তিতে মাহমুদউল্লাহ, বাদ পড়লেন তামিম

আগামী এক বছরের জন্য তিন ফরম্যাট মিলিয়ে ২১ জন ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

কেন্দ্রীয় চুক্তিতে প্রথমবার সুযোগ পেয়েছেন তাওহীদ হৃদয়, তানজিম হাসান সাকিব। দারুণ খেলতে থাকার ফল হিসেবেই এই দুই ক্রিকেটারকে যুক্ত করেছে বিসিবি। এছাড়া গেল বছরের চুক্তির তালিকা থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত, তামিম ইকবাল ও ইবাদত হোসেন।

মাহমুদউল্লাহ রিয়াদের কেন্দ্রীয় চুক্তিতে থাকা নিয়ে অনেকেই শঙ্কা প্রকাশ করেছিলেন। তবে সেই শঙ্কার মেঘ উড়িয়ে জায়গা করে নিয়েছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। তবে শুধুমাত্র ওয়ানডেতে রাখা হয়েছে এই অলরাউন্ডারকে। টি-টোয়েন্টিতে তার ওপর আস্থা রাখতে পারেনি বোর্ড। আর টেস্টকে ইতোমধ্যেই বিদায় জানিয়েছেন।

একনজরে বিসিবির কেন্দ্রীয় চুক্তি (২০২৪)

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি : সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম।

টেস্ট ও ওয়ানডে : মুশফিকুর রহিম।

ওয়ানডে ও টি-২০ : তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।

টেস্ট : মুমিনুল হক, তাইজুল ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, খালেদ আহমেদ, নাঈম হাসান।

ওয়ানডে : মাহমুদউল্লাহ রিয়াদ, তানজিম হাসান সাকিব।

টি-টোয়েন্টি : নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান।

Tags: