বরিশালের গৌরনদী উপজেলায় একটি বাড়ির বাথরুম থেকে বোমা উদ্ধারের সময় বিস্ফোরণে পুলিশের উপপরিদর্শকসহ (এসআই) তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কসবায় ইসলামিক মিশনের পিছনে একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
আহতরা হলেন- পুলিশের উপপরিদর্শক (এসআই) কামাল, কনস্টবল মিজান ও বাড়ির মালিক মাসুদ হাওলাদার।
আনোয়ার হোসেন বলেন, ‘মাসুদ হাওলাদার নামে এক যুবক বাবা-মা মারা যাওয়ার পর একাই ওই বাড়িতে থাকতেন। ওই বাড়িতে তিনটি বাথরুম রয়েছে। সকালে বাথরুম তালাবদ্ধ পেয়ে দরজা ভেঙে বালতিতে বোমা দেখতে পান মালিক মাসুদ হাওলাদার। এরপর পুলিশে খবর দেন তিনি। পরে এসআই কামাল কনস্টেবল মিজানকে নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় বোমা উদ্ধার করতে গেলে বিকট শব্দে তা বিস্ফোরিত হয়। এতে এসআইসহ তিনজন আহত হন। আহতদের উন্নত চিকিৎসার জন্য শেরেবাংলা মেডিকেলে পাঠানো হয়েছে।’
ঘটনা তদন্ত করে পরবর্তী বিষয়ে জানানো হবে বলে জানান ওসি।