muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

মুন্সীগঞ্জে এক্সপ্রেসওয়েতে পিকআপ উল্টে নিহত ২

মুন্সীগঞ্জে এক্সপ্রেসওয়েতে পিকআপ উল্টে নিহত ২

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অতিরিক্ত মাল বোঝাইয়ের কারণে চাকা ফেটে মাছবাহী পিকআপ ভ্যান উল্টে হাফেজ ও শহিদুল নামে দুইজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও ৫ জন। মঙ্গলবার দুপুর ১টার দিকে এক্সপ্রেসওয়ের হাসাড়া এলাকায় ঢাকামুখী লেনে এ এদুর্ঘটনা ঘটে।

নিহত হাফেজ ও শহিদুল উভয়ের বাড়ি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নিমগাছিতে। আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে সেখান থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস কর্মকর্তা মাহফুজ রিভেন জানান, দুপুর ১টার দিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসের হাসাড়ায় ঢাকা মুখে লেনে মাছবাহী একটি পিকআপ ভ্যান অতিরিক্ত লোডের কারণে চাকা ব্লাস্ট হয়ে আইল্যান্ডের সঙ্গে বাড়ি খেয়ে উল্টে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। মুমূর্ষু অবস্থায় ৭ যাত্রীকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হলে দুইজনকে মৃত ঘোষণা করে কর্তব্য চিকিৎসক। বাকিদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।

Tags: