muktijoddhar kantho logo l o a d i n g

আন্তর্জাতিক

ভারতীয় বায়ুসেনার প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

ভারতীয় বায়ুসেনার প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

প্রশিক্ষণ চলাকালীন ভারতীয় বায়ুসেনার হক ১৩২ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে পশ্চিমবঙ্গের খড়গপুর এলাকায় এ ঘটনা ঘটে। যুদ্ধবিমানটি ধান খেতে বিধ্বস্তের আগেই দুই পাইলট প্যারাসুটের সাহায্যে নিরাপদে বেরিয়ে আসেন।

জানা যায়, যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি বায়ুসেনার পাইলটদের প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয়। অবতরণের সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। তবে কোনো যান্ত্রিক ত্রুটি, না কি অন্য কোনো কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেই বিষয়ে এখনও নির্দিষ্ট করে কিছু জানা যায়নি।

ঘটনাস্থলে কিছুক্ষণের মধ্যেই কলাইকুন্ডা এয়ার বেসের বায়ুসেনার অফিসাররা হেলিকপ্টারে পৌঁছে যান। এরই মধ্যে এ ঘটনায় পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার এবং প্রশাসনিক কর্তাদের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Tags: