muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

হোসেনপুরে একাধিক মামলার আসামি ডাকাত হানিফ গ্রেফতার

হোসেনপুরে একাধিক মামলার আসামি ডাকাত হানিফ গ্রেফতার

কিশোরগঞ্জের হোসেনপুরে খুনসহ ডাকাতি,পুলিশ এস্যাল্টসহ খুন, অস্ত্র মামলা, দস্যুতা মামলাসহ একাধিক গ্রেফতারী পরোয়ানা ভূক্ত পলাতক আসামী আবু হানিফ নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়। এর আগে মঙ্গলবার রাতে পুলিশ অভিযান পরিচালনা করে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ওই যুবক উপজেলার উত্তর পানান গ্রামের মো. সিরাজ উদ্দিন এর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, আজ থেকে প্রায় ১৯-২০ বছর পূর্বে কিশোর থাকা অবস্থায় বাড়ি থেকে পালিয়ে যায়। পরে প্রথমে সিলেটে অবস্থান করে বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ে। তারপর সেখান থেকে পালিয়ে গিয়ে সে কুমিল্লার বুড়িচং থানা এলাকায় বসবাস করতে থাকে। সেখানেও সে খুনসহ ডাকাতি করতো। সেখানে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়। পালিয়েও অপরাধ করে আসছিলো নে। বর্তমানে সে চট্টগ্রামে বসবাস করছিলো।

প্রায় ১২ বছর বাড়িতে পর বাড়িতে আসে সে। পরে গোপন সংবাদের ভিত্তিতে হোসেনপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

হোসেনপুর থানার ওসি নাহিদ হাসান সুমন তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Tags: