সিলেট নগরীতে পুলিশের অভিযান পরিচালনা করতে গিয়ে বাসের ধাক্কায় তিন ঊর্ধ্বতন কর্মকর্তা ও ওসিসহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় বাসের সুপারভাইজারকে আটক ও বাসটি জব্দ করা হলেও পালিয়ে গেছে চালক।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে নগরীর তেমুখী এলাকায় এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহতরা হলেন- মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, অতিরিক্ত উপ-কমিশনার সাদেক কাওসার দস্তগীর, এয়ারপোর্ট থানার সহকারী কমিশনার (এসি) জহুরুল ইসলাম, সিলেট এয়ারপোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুনু মিয়া, উপ-সহকারী পুলিশ কর্মকর্তা (এএসআই) রেজাউল করিম ও গাড়িচালক হাবিবুর রহমান।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশ কমিশনার জাকির হোসেন খান বলেন, সিলেট-সুনামগঞ্জের সড়কের তেমুখী সড়কে চৌকি বসিয়ে গাড়ি তল্লাশি করছিল নগর পুলিশের একটি বিশেষ টিম।
এমন সময় রয়েল কোচ নামে বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ কর্মকর্তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই পুলিশের কর্মকর্তরা আহত হন। এ সময় টহলে থাকা পুলিশের একটি ভ্যানও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।