muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

বগি লাইনচ্যুত, জামালপুর-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বগি লাইনচ্যুত, জামালপুর-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

জামালপুরে সদর উপজেলার পিয়ারপুর স্টেশনে লোকাল ট্রেনে তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে জামালপুর-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সদর উপজেলার পিয়ারপুর স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে পিয়ারপুর স্টেশন মাস্টার শেখ উজ্জ্বল মাহামুদ জানান, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ময়মনসিংহগামী ২৫৬ ডাউন লোকালটি ট্রেনটি পিয়ারপুর স্টেশনে পৌঁছার পর মেইন লাইনে উঠতে গিয়ে বিকট শব্দে লাইনচ্যুত হয়। এতে কেউ হতাহত না হলেও জামালপুর-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এ ঘটনায় ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ অভিমুখী ‘তিস্তা এক্সপ্রেস’ ময়মনসিংহ রেলওয়ে জংশনে অবস্থান করছে।

ময়মনসিংহে উদ্ধারকারী ট্রেনকে খবর দেয়া হয়েছে। ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছে লাইন ক্লিয়ারের কাজ শেষ করলেই ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

Tags: