muktijoddhar kantho logo l o a d i n g

আবহাওয়া ও জলবায়ু

কয়েক জায়গায় বৃষ্টির আভাস, কমবে রাতের তাপমাত্রা

কয়েক জায়গায় বৃষ্টির আভাস, কমবে রাতের তাপমাত্রা

দেশের কয়েকটি জায়গায় বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বদলগাছীতে ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, রাজশাহীতে রেকর্ড করা হয়েছে ২ মিলিমিটার।

Tags: