muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

ঝরনায় পা পিছলে মেডিকেল শিক্ষার্থী মৃত্যুর

ঝরনায় পা পিছলে মেডিকেল শিক্ষার্থী মৃত্যুর

চট্টগ্রামের মিরসরাইয়ে খৈয়াছড়া ঝরনা থেকে পড়ে আল শাহরিয়ার আনাস নামে এক মেডিকেল শিক্ষার্থী মারা গেছেন। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ঘটনার ঘটনার বিষয়টি স্বীকার করে বলেন, মৃত আনাস শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের ১ম বর্ষের ছাত্র। তার বাড়ি চুয়াডাঙা জেলার আলমডাঙায়।

আজ পরমাণু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়ার ৮২তম জন্মদিন জানা যায়, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে শাহরিয়ার তার বেশ কিছু বন্ধুর সঙ্গে খৈয়াছড়া ঝরনায় যান। ঝরনার ওপর থেকে নামার সময় পা পিছলে নিচে পড়ে যান তিনি। পরবর্তীতে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে তাকে উদ্ধারের জন্য অভিযান শুরু হয়। পরে বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, মৃত মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারকে খবর দেয়া হয়েছে। পরিবারের লোকজন এলে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।

Tags: