muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

বান্দরবানে পর্যটকবাহী বাস উল্টে আহত ২০

বান্দরবানে পর্যটকবাহী বাস উল্টে আহত ২০

বান্দরবানে পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে অন্তত ২০ পর্যটক আহত হয়েছেন। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা সদরের রেইছা চেকপোস্ট এলাকায় ঢালে নামতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রামের হালিশহর বেপারী পাড়া থেকে ৩৫-৪০ জনের একটি দল বাস নিয়ে বেড়াতে আসেন বান্দরবানে। সারাদিন বান্দরবানের বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরার পর বিকেলে চট্টগ্রামে ফেরার পথে বান্দরবান জেলা সদরের রেইছা চেকপোস্ট এলাকায় ঢালে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় পর্যটকবাহী বাসটি। এ সময় বাসে থাকা ১৫-২০ জন পর্যটক গুরুতর আহত হন।

স্থানীয়দের সহায়তায় সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করেন।

বিষয়টি নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল জানান, পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে হতাহতের ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Tags: