muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

রিয়ালের সঙ্গে চুক্তি হয়ে গেছে এমবাপ্পের

রিয়ালের সঙ্গে চুক্তি হয়ে গেছে এমবাপ্পের

কয়েক মৌসুম ধরেই গুঞ্জন পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। এবার সেই গুঞ্জন সত্যি হতে যাচ্ছে।

মাদ্রিদের সংবাদমাধ্যম মার্কাসহ বেশ কিছু স্প্যানিশ সংবাদমাধ্যদের দাবি, সান্তিয়াগো বার্নাব্যুতে আগামী পাঁচ মৌসুম থাকছেন এমবাপ্পে।

সোমবার মার্কার এক প্রতিবেদনে জানা যায়, সপ্তাহ দুই আগেই এমবাপ্পের সঙ্গে চুক্তির বিষয়টি শেষ করেছে রিয়াল। আর এই চুক্তিটা হয়েছে পাঁচ বছরের জন্য। অর্থাৎ সান্তিয়াগো বার্নাব্যুতে আগামী পাঁচটি মৌসুম খেলবেন এই ফরাসি। তবে মৌসুম শেষে পিএসজি ছাড়ার পরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানিয়েছে মার্কা।

প্রতিবেদনে তারা জানিয়েছে, গত জানুয়ারি থেকেই এমবাপ্পের সঙ্গে যোগাযোগ করে রিয়াল। এমবাপ্পের সম্মতি পাওয়ার পর তার সঙ্গে কথাবার্তা শুরু হয়। পিএসজিতে এতদিন যে বেতেন পেতেন রিয়ালে সেই বেতনই পাবেন এমবাপ্পে।

রিয়ালে মৌসুম প্রতি এমবাপ্পের বেতন হবে ১৫ থেকে ২০ মিলিয়ন ইউরো। তবে সাইনিং বোনাস ও অন্যান্য বোনাসসহ প্রায় ৫০ মিলিয়ন ইউরো আয় করবেন এই ফরাসি তারকা। সেক্ষেত্রে এই ফরাসি তারকাই হচ্ছেন রিয়ালের সবচেয়ে দামি ফুটবলার।

Tags: