muktijoddhar kantho logo l o a d i n g

রাজনীতি

জাপার সভায় গান গাইলেন রওশন এরশাদ

জাপার সভায় গান গাইলেন রওশন এরশাদ

জাতীয় পার্টির (জাপা) মতবিনিময় সভায় গান গাইলেন দলটির একাংশের চেয়ারম্যান রওশন এরশাদ। এ সময় তার সঙ্গে এরশাদপুত্র রাহগির আল মাহি সাদ এরশাদও সুর মিলিয়েছেন।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে রওশন এরশাদের নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় অংশ নেন জাতীয় মহিলা পার্টির নেত্রীরাও।

জানা গেছে, মতবিনিময় সভায় বক্তব্য দেয়ার পর রওশন এরশাদ গান গাওয়ার ইচ্ছা পোষণ করেন। এ সময় সাদ এরশাদ মাইক এগিয়ে দিলে দলীয় সঙ্গীত গাইতে শুরু করেন তিনি।

রওশন এরশাদ গেয়ে ওঠেন, ‘নতুন বাংলাদেশ গড়বো মোরা, নতুন করে আজ শপথ নিলাম।’ এসময় উপস্থিত জাপার নেতাকর্মীরাও তার সঙ্গে গলা মেলান।

এসময় সভায় রওশন এরশাদ বলেন, সাবেক রাষ্ট্রপতি এরশাদের প্রতি অনুরক্ত নেতাকর্মীদের মধ্যে কোনো মতানৈক্য নেই। যারা পল্লীবন্ধুকে মুছে ফেলতে চায়— তারা আলাদা থাকতে পারে। আমি কোনোভাবেই পার্টিকে ছোট করতে পারি না।

জাতীয় মহিলা পার্টির যুগ্ম মহিলাবিষয়ক সম্পাদক শাহনাজ পারভীন, জাপার রওশনপন্থী অংশের মহাসচিব কাজী মামুনুর রশীদ, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সফিকুল ইসলাম সেন্টুসহ নেতাকর্মীরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

Tags: