muktijoddhar kantho logo l o a d i n g

অর্থনীতি

বিদ্যুৎ উৎপাদনের গ্যাসের দাম ইউনিটে ৭৫ পয়সা বাড়ল

বিদ্যুৎ উৎপাদনের গ্যাসের দাম ইউনিটে ৭৫ পয়সা বাড়ল

দাম বাড়লো সব ধরনের বিদ্যুৎকেন্দ্রের জন্য গ্যাসের প্রতি ইউনিট। আগে ১৪ টাকা থেকে ৭৫ পয়সা বাড়িয়ে এখন থেকে হলো ১৪ টাকা ৭৫ পয়সা। আর শিল্পে উৎপাদিত নিজস্ব বিদ্যুৎ কেন্দ্রের (ক্যাপটিভ) ইউনিট প্রতি গ্যাসের দামও ৭৫ পয়সা বাড়িয়ে ৩০ টাকা ৭৫ পয়সা করা হয়েছে।

মঙ্গলবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রাজ্ঞাপন জারি করা হয়।

সব ধরনের বিদ্যুৎকেন্দ্রের জন্য গ্যাসের প্রতি ইউনিট ছিল ১৪ টাকা, যা এখন থেকে হলো ১৪ টাকা ৭৫ পয়সা। আর শিল্পে উৎপাদিত নিজস্ব বিদ্যুৎ কেন্দ্রের (ক্যাপটিভ) ইউনিট প্রতি গ্যাসের দামও ৭৫ পয়সা বাড়িয়ে ৩০ টাকা ৭৫ পয়সা করা হয়েছে।

তবে সার কারখানার জন্য আগের মতই গ্যাসের প্রতি ইউনিট ১৬ টাকা, শিল্প সংযোগের জন্য ৩০ টাকা, চা বাগানের জন্য ১১ টাকা ৯৩ পয়সা, হোটেল রেস্তোরাঁর জন্য ৩০ টাকা ৫০ পয়সা, সিএনজি ফিলিং স্টেশনের জন্য ৩৫ টাকা এবং গৃহস্থালির জন্য প্রতি ইউনিট ১৮ টাকাই থাকছে।

এর আগে গত বছরের ১৮ জানুয়ারি গ্যাসের দাম গড়ে ৮২ শতাংশ বাড়ানো হয়।

Tags: