muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

মেসির অবসর নিয়ে যা বললেন নেইমার

ক্রিড়া ডেস্কঃ কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হারার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা দেন লিওনেল মেসি। হঠাৎ করে নেওয়া তার এই সিদ্ধান্ত অনেকেই হতাশ করেছে।

ব্যতিক্রম নন আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বি ব্রাজিলের তারকা নেইমার দ্য সিলভাও। মেসির এমন সিদ্ধান্তে নেইমারও ব্যথিত। তাইতো তিনি জানিয়েছেন মেসিকে ছাড়া ফুটবল আর ফুটবল থাকবে না।

বাল্যকালের স্কুলের একটি অনুষ্ঠানে যোগ দিতে বর্তমানে ব্রাজিলে আছেন নেইমার। সেখানেই মেসির অবসরের বিষয়ে তিনি বলেন, ‘আমি তার সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানাই। কিন্তু মেসিকে ছাড়া ফুটবল আর ফুটবল থাকবে না। আসলে তাকে ছাড়া ফুটবল খেলা কল্পনা করাও কঠিন। আপনি যদি ফুটবল বোঝেন এবং ফুটবলকে ভালোবাসেন তাহলে মেসির প্রশংসা না করে পারবেন না। সে আর্জেন্টিনা ও বার্সেলোনার হয়ে যা কিছু অর্জন করেছে সেটা সত্যিই প্রশংসনীয়।’

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/     ১০- ০৭-২০১৬ ইং/মো: হাছিবুর রহমান

 

 

Tags: