ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে একটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উত্তর ইউনিয়নের চাঁনপুর গ্রামে মাটি খোঁড়ার সময় মর্টার শেলটি পাওয়া যায়।
মর্টার শেলটি মুক্তিযুদ্ধের সময়কার বলে ধারণা করা হচ্ছে। এর আগেও ওই জায়গার পাশ থেকে মর্টার শেল উদ্ধার হয়েছিল।
স্থানীয় সূত্র জানায়, চাঁনপুর গ্রামের আবুল হাসিমের বাড়ির পাশে মাটি খোঁড়ার সময় মর্টার শেলটি পাওয়া যায়। মর্টার শেলটি দেখতে লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূরে আলম মর্টার শেল পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।