জাতীয় সংসদের অধিবেশন থেকে ১০ মিনিটের জন্য ওয়াক আউট করেন স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী।
সোমবার রাতে জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনিত ধন্যবাদ প্রস্তাব আলোচনায় অংশ নিয়ে বক্তব্য দেওয়ার জন্য লতিফ সিদ্দিকীকে ১০ মিনিট সময় দেয়া হয়। কিন্তু তিনি ১০ মিনিট সময় কম বলে ওয়াক আউট করেন। এ সময় ডেপুটি স্পিকার শামসুল হক টুকু অধিবেশনে সভাপতিত্ব করেন।
ডেপুটি স্পিকার বক্তব্য দেয়ার জন্য লতিফ সিদ্দিকীর নাম ঘোষণা করেন এবং ১০ মিনিট সময় দেন।
লতিফ সিদ্দিকী বলেন, উচ্চাসনে যারা বসেন, তাদের নিচে অবস্থিত ব্যক্তিদের উপহাস করতে বোধ হয় আনন্দ হয়। কিন্তু আমি... মাননীয় স্পিকার, এই পরিহাসে অংশগ্রহণ করতে সম্মত নই। আমার অন্তরাত্মা সায় দিচ্ছে না। তাই যে ১০ মিনিট আমাকে দিয়েছেন, সেই ১০ মিনিট আমি এই সংসদের কার্যক্রম থেকে নিজেকে বিরত ঘোষণা করছি।
এরপরই তিনি নিজের আসন ছেড়ে চলে যান। মিনিট দশেক পরে আবার সংসদের কার্যক্রমে অংশ নেন লতিফ সিদ্দিকী।