আমতলীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তারভীর মৃধা নামের এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে আমতলী-কুয়াকাটা মহাসড়কের মানিকঝুড়ি নামক স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
নিহত তানভীরের বাড়ি পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার ধাওয়া রাজপাশা গ্রামে। তার বাবার নাম মাসুদ মৃধা।
জানা গেছে, পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার ধাওয়া রাজপাশা গ্রামের মাসুদ মৃধার ছেলে তানভীর মৃধা ও তার বন্ধু তাজবিহ কুয়াকাটা বেড়াতে আসে। মঙ্গলবার দুপুরে কুয়াকাটা থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে আমতলী-কুয়াকাটা মহাসড়কের মানিকঝুড়ি বাসস্ট্যান্ডে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রলির সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক তানভীর নিহত এবং বন্ধু তাজবিহ আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: জায়েদ আলম ইরাম তাকে মৃত্যু ঘোষণা করেছেন।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, নিহত তানভীরের লাশ উদ্ধার করে থানা আনা হয়েছে। পরিবারের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।