muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের আশা ছাড়ছে না মাশরাফি

ক্রিড়া ডেস্কঃ

ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের আশা ছাড়ছে না মাশরাফিদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশে চলমান অস্থিরতা সিরিজে নেতিবাচক প্রভাব ফেলবে না বলে মনে করেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। বিকল্প ব্যবস্থা হিসেবে নিরপেক্ষ ভেন্যুর কথা এখনই ভাবছে না বিসিবি।

 গুলশান হামলার পর, শোলাকিয়া জঙ্গি হামলা। একের পর এক সন্ত্রাসী হামলায় বিপর্যস্ত দেশ। গুলশান হামলার পর বাংলাদেশে সিরিজ খেলা নিয়ে সর্তকতা অবলম্বনের কথা জানিয়েছিলো, ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। নিরাপত্তা প্রশ্নে সিরিজের সিদ্ধান্ত বোর্ডের ওপর ছেড়ে দিয়েছিলেন অধিনায়ক ওইন মরগান। সিরিজের আগে বাংলাদেশে প্রতিনিধি দল পাঠানোর কথাও জানায় তারা। শঙ্কায় পড়লেও সিরিজ নিয়ে এখনই আশা ছাড়ছে না বিসিবি।
বাংলাদেশ সফরের জন্য জাতীয় ও যুব দল পাঠায় নি অস্ট্রেলিয়া। তবে যুব বিশ্বকাপ খেলতে ঠিকই এসেছিলো ইংল্যান্ড। তাতেই আশা দেখেছে বোর্ড। সাথে ইংল্যান্ডের সাথে বাংলাদেশের ভাল সম্পর্কও কাজ করবে টনিক হিসেবে। সিরিজে ইংলিশদের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা করবে বিসিবি।এখনই নেতিবাচক কিছু ভাবতে নারাজ বোর্ড। ভাবছে না নিরপেক্ষ ভেন্যু নিয়েও।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/     ১১- ০৭-২০১৬ ইং/মো:হাছিব

Tags: