muktijoddhar kantho logo l o a d i n g

আন্তর্জাতিক

বিমান থেকে ফেলা ত্রাণে ৫ ফিলিস্তিনির মৃত্যু

বিমান থেকে ফেলা ত্রাণে ৫ ফিলিস্তিনির মৃত্যু

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান থেকে ফেলা ত্রাণের পার্সেল পড়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। পাশাপাশি এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন মানুষ। শুক্রবার গাজা সরকার বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, বিমান থেকে ফেলা ত্রাণবাহী কিছু প্যারাসুট খুলতে ব্যর্থ হয়। এসময় ত্রাণ সংগ্রহের অপেক্ষায় থাকা মানুষের ভিড়ের উপর প্যারাসুটে থাকা ত্রাণের পার্সেল পড়ে যায়। এতে পাঁচজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

গাজার গণমাধ্যম অফিস জানিয়েছে, এভাবে ত্রাণসহায়তা দেয়া মানবিক সেবার বদলে আসলে চটকদার প্রপাগান্ডা। আমরা আগেই সতর্ক করে দিয়েছিলাম যে, এই প্রচেষ্টা গাজা উপত্যকার মানুষের জীবনের জন্য হুমকিস্বরূপ। বিমান থেকে ফেলা পার্সেল মানুষের মাথায় পড়ে আজ এই ঘটনা ঘটল।

সরকারি তথ্য অনুযায়ী, গাজায় না খেয়ে অন্তত ২০ জন মানুষ মারা গেছেন। ৭ লাখের বেশি ফিলিস্তিনি চরম ক্ষুধায় ভুগছে বলে এই সংখ্যা আরও বাড়তে পারে।

Tags: