বরগুনার আমতলী পৌরসভা নির্বাচনে প্রভাব বিস্তারের আশঙ্কায় ৪০ জন বহিরাগতকে আটক করা হয়েছে।
শনিবার (৯ মার্চ) ভোট চলাকালে বিভিন্ন কেন্দ্র থেকে তাদের আটক করে থানা হেফাজতে দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এর মধ্যে ২নং ওয়ার্ডের এ কে স্কুল কেন্দ্র থেকে ১২ জন এবং ৯ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন কেন্দ্র থেকে মোট ৪০ জনকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আশরাফুল আলম জানান, আমতলী পৌরসভা নির্বাচনে প্রভাব বিস্তারের আশঙ্কায় বিভিন্ন কেন্দ্র থেকে ৪০ জন বহিরাগতকে আটক করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। দুই প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তারের চেষ্টা করছিলেন আটকরা। কিন্তু নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসন কঠোর অবস্থানে আছে।
বরগুনা জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল হাই আল হাদী বলেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও এখন পর্যন্ত নির্বাচনি পরিবেশ স্বাভাবিক রয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপায়ে ভোটগ্রহণের জন্য প্রতিটি কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ দুই প্লাটুন বিজিবি, ৯০ জন আনসার ব্যাটালিয়ন, র্যাবের দুটি টিম ও পর্যাপ্ত পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।
আমতলী পৌর নির্বাচনে ৯ জন মেয়র, সংরক্ষিত আসনে ৯ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জনসহ মোট ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ১৫ হাজার ৮৩৯ জন।