কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে নুরুজ্জামান ইকবাল মোটরসাইকেল প্রতীক বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৫হাজার ৩৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলাম চশমা প্রতীক পেয়েছেন ৪ হাজার ৪০৭ ভোট।
শনিবার ৯টি কেন্দ্রে সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতীহীন ভাবে ভোট গ্রহন করা হয়েছে। মোট ভোটার সংখ্যা ছিল ১৮হাজার ৯৮৪ জন।
রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার মো. মনিরুজ্জামান এ ফলাফল ঘোষণা করেন।
Tags: