muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

গেইল আফ্রিদির ছক্কার রেকর্ড ভেঙ্গে দিল এক ক্ষুদে ক্রিকেটার

ক্রিড়া ডেস্কঃ

আধুনিক ক্রিকেটে ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, শহীদ আফ্রিদি, মহেন্দ্র সিং ধোনিদের মত বিগ হিটাররা এখনও দাপটের সাথে খেলে যাচ্ছেন। বোলারদের উপর চড়াও হয়ে বিশাল ছক্কা হাঁকানো এখন স্বাভাবিক চিত্র।

বিশেষ করে বিশাল আকৃতির ব্যাট ও ব্যাটসম্যানদের শারীরিক সামর্থ্য বৃদ্ধি পাওয়ায় ছক্কার দৈর্ঘ্য প্রতিনিয়ত রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। ছক্কা হাঁকিয়ে বল হারিয়ে ফেলার নজিরও হরহামেশা দেখা যাচ্ছে। চলুন দেখে নেয়া যাক ক্রিকেট ইতিহাসে দীর্ঘতম দশ ছক্কা গুলো কার ব্যাট থেকে এসেছে…

১০. ক্রিস গেইল (১১২ মিটার): ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) আসরে জ্যামাইকান ঝড় খ্যাত ক্রিস গেইল ১১২ মিটার দীর্ঘ বিশাল ছক্কা হাঁকান। এই তালিকায় দশ নম্বরে আছেন গেইলের ১১২ মিটার দীর্ঘ ছক্কাটি।
৯. মহেন্দ্র সিং ধোনি (১১২ মিটার): সাউথ আফ্রিকার বিপক্ষে ১১২ মিটারের ছক্কাটি মেরেছিলেন ভারতীয় অধিনায়ক ধোনি। গেইলের আগেই ধোনির অবস্থান।
৮. ক্রিস গেইল (১১৯ মিটার): ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) সপ্তম আসরে বেঙ্গালুরুর চেন্নাস্বামীতে ১১৯ মিটারের ছক্কা হাঁকায় ক্রিস গেইল।
৭. ক্রিস গেইল (১২০ মিটার): আইপিএলে ১২০ মিটারের ছক্কা মেরে ৭ নম্বারে জায়গা করে নিয়েছেন জ্যামাইকান ঝড় গেইল।
৬. এলবি মরকেল (১২৪ মিটার): দক্ষিন আফ্রিকার অলরাউন্ডার এলবি মরকেল আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে এক ম্যাচে ১২৪ মিটারের বিশাল ছক্কা হাঁকান। আইপিএলের ইতিহাসে এটিই সবচাইতে দীর্ঘতম ছক্কা।
৫. মারটিন গাপটিল (১২৭ মিটার): কিউই ওপেনার গাপটিলের ব্যাট থেকে ১২৭ মিটারের বিশাল ছক্কাটি আসে দক্ষিন আফ্রিকার বিপক্ষে।
৪. কাইরন পোলার্ড (১২৮ মিটার): ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার কাইরন পোলার্ড ১২৮ মিটার দীর্ঘ এক দানবীয় ছক্কা হাঁকান। তালিকায় সেরা পাঁচে আছে পোলার্ডের ছক্কাটি।
৩. শহীদ আফ্রিদি (১৫৮ মিটার): পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি ১৫৮ মিটার দীর্ঘ ছয় মেরে তালিকায় সেরা তিনে জায়গা করে নিয়েছেন।
২. শহীদ আফ্রিদি (১৬০ মিটার): ১৬০ মিটারের এই অবিশ্বাস্য ছক্কা হাঁকিয়ে তাক লাগিয়ে দেন আফ্রিদি। উঠে আসেন ইতিহাসের দীর্ঘতম ছক্কার হাঁকানো ব্যাটসম্যানদের তালিকায় দ্বিতীয়তে। ১৬০ মিটার ছয় হাঁকানোর পর আফ্রিদির বিরুদ্ধে অবৈধ ড্রাগ নেয়ার অভিযোগ উঠলেও পরবর্তীতে সেটা ভুল প্রমানিত হয়।
১. জারদ আলি (১৭৩ মিটার): আফগানিস্তান অনুর্ধ্ব-১৯ দলের হয়ে খেলা জারদ আলি ১৭৩ মিটার দীর্ঘ অবিশ্বাস্য ছক্কা মেরে তাক লাগিয়ে দেন। বিশাল ছক্কা মারার পর জারদের ড্রাগ টেস্ট করা হলে তার শরিরে ড্রাগ ধরা পরে। যার কারনে কারনে আইসিসির রেকর্ড বইয়ে দীর্ঘতম ছক্কার তালিকায় জারদ আলির ছক্কা অন্তর্ভুক্ত হয়নি।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/     ১১- ০৭-২০১৬ ইং/মো:হাছিব

Tags: