ক্রিড়া ডেস্কঃ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল থেকে জার্মানির বিদায়ের পর জোয়াকিম লো’র কোচ হিসেবে থাকা নিয়ে একটা শঙ্কা কাজ করছিল। তবে নিমিষেই সেই শঙ্কা উবে গেল। ২০১৮ বিশ্বকাপ পর্যন্ত জার্মানির কোচ হিসেবে তিনি বহাল থাকবেন জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়। লো নিজেও সেটি নিশ্চিত করেছেন। দুই বছর আগে জার্মানিকে বিশ্বকাপের শিরোপা জিতিয়েছিলেন লো। তবে ইউরোর সেমিতে ফ্রান্সের কাছে জার্মানি ২-০ ব্যবধানে হেরে বিদায় নেয়ার পর তার থাকা নিয়ে একটা শঙ্কা দেখা দেয়। তবে লো নিজেই সেই শঙ্কা দূর করেন।
সেমিফাইনালে হেরে যাওয়াটা হতাশাজনক বলে জানান লো, ‘সেমিফাইনালে হেরে যাওয়াটা অবশ্যই আমাদের সবার জন্য হতাশাজনক। সুতরাং, এখন আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিশ্রাম নেয়া। আমরা টুর্নামেন্টের সবচেয়ে তরুণ দল ছিলাম। এই দলটির মধ্যে আমি এখনো অনেক সম্ভাবনা দেখছি।’
এরপর ২০১৮ বিশ্বকাপে ভালো করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে এই জার্মান কোচ বলেন, ‘আমি নিশ্চিত এই দলটিই আমাদের মুখে অনিন্দ্য হাসি ফোটাবে। আমি এই দলটির সঙ্গে আরো কয়েক বছর কাজ করে ২০১৮ বিশ্বকাপের জন্য দল গঠন করার সুযোগ পাওয়ায় বেশ আনন্দিত।’
জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফবি) প্রেসিডেন্ট রেইনহার্ল্ড গ্রিন্ডেল ২০১৪ বিশ্বকাপজয়ী কোচ লোর ওপর আস্থা রেখে বলেন, ‘এমন একটি অস্থিরতায় ভরা টুর্নামেন্ট শেষে তাকে প্রধান কোচ হিসেবে বহাল রাখাটা তার প্রতি সম্মান দেখানোরই নামান্তর। আমরা তাকে কিছু দিন সময় দিয়েছি যাতে করে তিনি টুর্নামেন্টে কী ঘটেছে সেটি ঠাণ্ডা মাথায় বিচার-বিশ্লেষণ করে দেখতে পারেন।’
লোর যোগ্যতা নিয়েও কোনো সন্দেহ নেই ডিএফবির প্রেসিডেন্টের, ‘তিনি আমাদের সঙ্গে আমাদের প্রধানতম লক্ষ্য ২০১৮ বিশ্বকাপ পর্যন্ত কাজ করতে পারবেন- সেই যোগ্যতা নিয়ে আমাদের কখনোই কোনো সন্দেহ ছিল না। আমাদের জন্য জোয়াকিম লো’ই সবচেয়ে সেরা কোচ। তার ওপর আমাদের আস্থা ও বিশ্বাস অবিচল রয়েছে।’
প্রসঙ্গত, ২০০৬ সালে জোয়াকিম লো দায়িত্ব নেয়ার পর থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছে জার্মানি। ২০১২ ও ২০১৬ সালের সেমিফাইনালে হেরে বিদায় নেয়া জার্মানি ২০০৮ সালের ফাইনালে স্পেনের কাছে হেরে যায়। অন্যদিকে ২০১০ বিশ্বকাপের সেমিতে স্পেনের কাছে হেরে যাওয়া লোর দল দুই বছর আগে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপের মুকুট পরে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ১২- ০৭-২০১৬ ইং/মো:হাছিব