ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে অভিষেকের অপেক্ষায় রয়েছেন হোসে মরিনহো। এই পর্তুগিজ কোচের অধীনে খেলার জন্য রোমাঞ্চ নিয়ে মুখিয়ে রয়েছেন দলটির তারকা স্ট্রাইকার ওয়েন রুনি। আসন্ন মৌসুমে মরিনহোর অধীনে ম্যানচেস্টার ইউনাইটেড দারুণ করবে বলে আশাবাদী এই ইংলিশ ফরোয়ার্ড। ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিয়েই মরিনহো ইঙ্গিত দিয়েছেন, গত কয়েকটি বছর ধরে ইংল্যান্ড ও ইউনাইটেডের হয়ে রুনি যেভাবে খেলে আসছেন এবার তাকে আরো স্বাধীনতা দেয়া হবে। ফলে গত মৌসুমে অনেকটাই নিষ্প্রভ থাকা রুনি মরিনহোর অধীনে খেলতে পারা নিয়ে রোমাঞ্চ নিয়ে অপেক্ষা করছেন।
ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে আগস্টের প্রথম সপ্তাহে অভিষেক হতে যাচ্ছে মরিনহোর। ৩ আগস্ট এফএ কাপের শিরোপাজয়ী ম্যানচেস্টার ইউনাইটেড এভারটনের মুখোমুখি হবে। ওইদিনই রুনির একটা বড় পরীক্ষা হয়ে যাবে।
মরিনহোকে নিয়ে রোমাঞ্চিত রুনি স্কাই স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে বলেন, ‘আমি হোসে মরিনহোর সঙ্গে আসন্ন মৌসুমে কাজ করা নিয়ে রোমাঞ্চিত। কেননা, তিনি বিশ্বসেরা কোচদের একজন। সেইসঙ্গে এটি ম্যানচেস্টার ইউনাইটেডের জন্যও রোমাঞ্চকর যাত্রা।’
এরপর মরিনহোর প্রশংসা করে এই ইংলিশ স্ট্রাইকার বলেন, ‘আমি সব সময়ই তাকে একজন ব্যক্তি ও ম্যানেজার হিসেবে সম্মান করে আসছি। তিনি অসাধারণ একজন মানুষ এবং সর্বকালের সেরা কোচদের একজন।’
এরপর তিনি আরো বলেন, ‘গত কয়েক বছরে আমি বেশ কয়েকবার মরিনহোর দলের বিপক্ষে খেলেছি এবং তাতে আমি একটি সহজ ম্যাচের কথাও মনে করতে পারছি না। আমি মনে করি, এটিই তার সম্পর্কে স্পষ্ট ধারণা দিচ্ছে। তার দলকে হারানো সব সময়ই কষ্টসাধ্য ব্যাপার। কেননা, তার দল সব সময়ই কৌশলগতভাবে শৃঙ্খলাবদ্ধ ছিল।’
ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ ও চেলসিতে দারুণ সময় পার করেছেন মরিনহো। ম্যানচেস্টার ইউনাইটেডেও তিনি সফল হবেন বলে আশাবাদী রুনি, ‘তিনি তার সকল গুণাবলি নিয়েই ম্যানচেস্টার ইউনাইটেডে আসবেন এবং আমি নিশ্চিত, সব কিছুতেই তার নিজস্ব আইডিয়া থাকবে। কিন্তু সবচেয়ে বড় সম্পদ হলো তার অভিজ্ঞতা। বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি বেশ কয়েকটি সফল দলকে পরিচালনা করেছেন। আমাদের জন্য এসব কিছুই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ১২- ০৭-২০১৬ ইং/মো:হাছিব